"সোনারপুর আরোহী"র জন্ম বৃত্তান্ত -
১৯৮২ সালে কয়েকজন তরতাজা যুবকের হাত ধরে জন্ম হয় "সোনারপুর আরোহীর ''৷ অবিভক্ত চব্বিশ পরগনা জেলার আরোহী প্রথম মাউন্টেনারিং ক্লাব ৷ নানানরকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পথ চলা শুরু করে আরোহী ৷ অজানা পৄথিরীর অনুসন্ধান ও প্রকৄতিকে দূষণের হাত থেকে রক্ষা করা আমাদের প্রধান লক্ষ্য ৷ এই উদ্দেশ্যে ও নতুন প্রজন্মকে উৎসাহী করে তুলতে প্রতিবছর অ্যাডভেঞ্চেরাস ট্রেকিং, মাউন্টটেনারিং, সামার ট্রেক, রক ক্লাইম্বিং, কোস্টাল ট্রেকিং, ডিজারট ট্রেকিং, সাইক্লিং, স্কি এইসবের আয়োজন করা হয় ৷ ইতিমধ্যে আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসায় আরোহী বেশকিছু গৌরবময় কৃতিত্বের অধিকারী হয়েছে ৷
"সোনারপুর আরোহী"র জন্ম ইতিহাস -
১৯৮২ সালের আরোহীর সাত সদস্য দার্জিলিং ও সান্দাকফু অভিযানের পরিকল্পনা করে ৷ সদস্যদের কারোরই ট্রেকিং বা অভিযানের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিলনা ৷ কেবলমাত্র মনের জোর কে সম্বল করে পূজোর পর তারা পাড়ি দেয় দার্জিলিং ৷ মাথাপিছু একেকজনের খরচ ধার্য হয় ৩০০টাকা করে ৷ দার্জিলিংয়ে পৌঁছানোর পর তাদের সাথে পরিচয় দার্জিলিং ইয়ুথ হোস্টেলের ওয়ার্ডেন মি মোক্তানের সাথে ৷ তিনি এই ব্যাপারে সকলকে উৎসাহ দেন ৷ ৬ই নভেম্বর বিকেলবেলায় সান্দাকফু পৌঁছায় টিমের সদস্যরা ৷ পরেরদিন সকালে চারপাশের পরিবেশ দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সদস্যরা ৷ নৈসর্গিক সেই পরিবেশে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গেই "আরোহী"র গঠনের পরিকল্পনা করা হয় ৷
"সোনারপুর আরোহী"র লক্ষ্য -
প্রকৄতির প্রতি ভালোবাসা, প্রকৄতিকে রক্ষা, সবুজ বাঁচানো, দূষণের হাত থেকে এই পৄথিবীকে সুরক্ষিত করে তোলা এবং এই সম্পর্কে সচেতনতা তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য ৷ পাশাপাশি পর্বত আরোহণ থেকে শুরু করে অ্যাডভেঞ্চার স্পোর্টস সম্পর্কে যুবসমাজকে আগ্রহী করে তোলা ৷ এরফলে একদিকে যেমন পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি করা সম্ভব হবে তেমনি অন্যদিকে অনেক বাঙালীই পর্বত আরোহণে এগিয়ে আসবেন বলেই আমাদের বিশ্বাস ৷ ধারাবাহিকভাবে আরোহী প্রতিবছরই নতুন প্রতিভার সন্ধানে উদ্যোগী ৷