Total strength: 72
Period: 21st may to 26th may(2024)
Route:
প্রথম দিন – 21 শে মে – শিয়ালদহ থেকে পদাতিক এক্সপ্রেসে রাত 11:15 মিনিটে যাত্রা শুরু।
দ্বিতীয় দিন – 22 শে মে – নিউ জলপাইগুড়ি পৌঁছানো এবং সেখান থেকে গাড়িতে মিরিক হয়ে ভারত-নেপাল সীমান্তে, পশুপতি ফটক অতিক্রম করে নেপালের গোর্খে (5600 ফিট) পৌঁছানো – সন্ধ্যায় পরিচয় পর্ব – রাত্রি বাস।
তৃতীয় দিন – 23 শে মে – গোর্খে থেকে ট্রেক শুরু করে 13 কিলোমিটার ঘন জঙ্গল দিয়ে পথ। মাঝে স্থানে স্থানে সবুজে মোড়া ঘাসের গালিচায় অল্পসল্প জিরিয়ে নিয়ে ধীরেধীরে পৌঁছে যাব লাসে (7260 ফিট)। ওখানেই রাত্রিবাস।
চতুর্থ দিন – 24 শে মে – লাসে থেকে 10 কিলোমিটার ট্রেক করে সান্দাকফু রুটের অতি পরিচিত মেঘমাতে (8500 ফিট) পৌঁছে এদিনের ট্রেক শেষ। ভাগ্য ভাল থাকলে রাস্তায় বিস্তীর্ণ তৃণভূমিতে ইতিউতি চড়তে দেখা যাবে জংলী ইয়াক ও ঘোড়ার দল। সন্ধ্যায় ক্যাম্প ফায়ার।
পঞ্চম দিন – 25 শে মে – খুব সকালে 30 মিনিটের পথ পেরিয়ে তুমলিং এ কাঞ্চনজঙ্ঘার সাথে ঘনিষ্ঠতা উপভোগ করে ক্যাম্পে ফেরার পথ ধরা। তারপর নীচে নামার পথে, লামিধূরা থেকে বামদিকে অপ্রচলিত পথে 6 কিলোমিটার এগিয়ে অপূর্ব সুন্দর গুরদুমে (7600 ফিট) ট্রেক শেষ। তারপর নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা – নিউ জলপাইগুড়ি থেকে রাত্রি 8.40-এ পদাতিক এক্সপ্রেসে শিয়ালদার উদ্দেশ্যে ট্রেন ধরা।
ষষ্ঠ দিন – 26 শে মে – সকাল 6.30-এ শিয়ালদা পৌঁছানো।
বিশদে জানতে যোগাযোগ করুন 9830746857