
CERTIFICATE OF APPRECIATION
নানাবতী অ্যাওয়ার্ড, ভারতীয় পর্বতারোহীদের কাছে ভীষণ সম্মানের। এই বছর কোনো অভিযাত্রী দলকে এই পুরস্কার দেওয়া হয়নি। পাঁচটি দলের মধ্যে অন্যতম একটি দল ছিল ২০২৪ সালে সোনারপুর আরোহী পরিচালিত সিনকুন ওয়েস্ট (৬১২৭ মিঃ) ও একটি অনামা পর্বত (৬০৩০ মিঃ) অভিযানের দল। সেল্ফ সার্পোটেড(শেরপা বা গাইড বিহীন) ঐ অভিযানে ৬ জনের দলটি দুটি পর্বত সফলভাবে অভিযান করে। অভিযাত্রী দলের নেতৃত্বে ছিল রুদ্র প্রসাদ চক্রবর্তী (জুনিয়র), নৈতিক নস্কর, তুহিন ভট্টাচার্য, ঋকরাজ রায়, অনির্বাণ তালুকদার এবং চয়ন কুমার চ্যাটার্জি।
বিগত ২৩ মার্চ দলের তরফে রুদ্র প্রসাদ চক্রবর্তী মুম্বাই গিয়ে ঐ অভিযানের স্লাইড প্রেজেন্টেশন করে এবং নানাবতী অ্যাওয়ার্ড কমিটির থেকে অ্যাপ্রিশিয়েশন স্বরূপ সার্টিফিকেট ও কিছু ক্যাশ প্রাইজ গ্রহণ করে। এই সম্মান এই ধরনের পর্বতারোহণ করতে ভবিষ্যৎ আরোহীদের কে উদ্বূদ্ধ করবে। অসংখ্য ধন্যবাদ হিমালয়ান ক্লাব ও অনিন্দ্য মুখার্জী মহাশয় কে।