তিস্তা পাড়ের ব্রিত্তান্ত
তিস্তাকে এর আগে কতবার দেখেছি ঠিক গুনে বলতে পারবো না। তবে এবারের দেখাতে খুঁতগুলো স্পষ্ট চোখে পড়ছে। তবে নদী নিজের শরীরকে ক্ষত বিক্ষত করেনি। করেছি আমরা। আজ শেষ নিউ জলপাইগুড়ি জিপ স্ট্যান্ড থেকে গ্যাংটকের পথে যেতে যেতে আমাদের ভুলগুলো নদীর শরীরে কীভাবে ছাপ রেখে যাচ্ছে নতুন করে বুঝতে পারছি। ২০২৩ সালের বন্যায় তিস্তা বাজার অঞ্চলে মানুষের ঘর বাড়ির ধ্বংসাবশেষ মনে…