Voyage, Annual Programme: 2023

‘Voyage’ আমাদের বাৎসরিক অনুষ্ঠান। আমাদের সাফল্য, ব্যর্থতা এবং অগ্রগতির সমাবর্তন। সমস্ত অ্যাডভেঞ্চার এবং খেলাপ্রেমী মানুষকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই।

স্থান : মৌলালি যুবকেন্দ্র প্রেক্ষাগৃহ, শিয়ালদহ।

তারিখ : ২৪ শে সেপ্টেম্বর ২০২৩, রবিবার।

সময় : বিকেল ৫:০০ থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিট।

Voyage অনুষ্ঠানসূচী:-

★ বিগত রক ক্লাইম্বি কোর্স এবং সামার অ্যাডভেঞ্চার কোর্সের সমাবর্তন।

★বর্তমান সময়ের একজনকে আউটস্ট্যান্ডিং লিডারশিপ ইন মাউন্টেনিয়ারিং এবং একজনকে লাইফটাইম আ্যচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান।

★২০২৩ সালের অন্যতম একটি সেরা পর্বতারোহণের স্থিরচিত্র প্রদর্শন।

★ সোনারপুর আরোহী পরিচালিত ২০২৩ সালের ব্রহ্মা পর্বত অভিযানের উপর একটি ছোট ডক্যুমেন্টারী।

উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ পর্বতারোহণের বেশ কিছু উজ্জ্বল ব্যাক্তিত্ব।

আপনাকেও উপস্থিত থাকার আন্তরিক অনুরোধ করছি। প্রবেশ অবাধ।

যোগাযোগ: +9198043 74653 

————————————————————————————————–  

‘Voyage’ is our annual event. It’s a reflection of our successes, failures, and progress. We invite all adventure and sports enthusiasts to this event.

Location: Maulali Youth Center Auditorium, Shyaldaha.

Date: 24th September 2023, Sunday.

Time: 5:00 PM to 7:30 PM.

Voyage Schedule:

  • Recap of past rock climbing and summer adventure courses.
  • Recognition of an outstanding leader in mountaineering and a Lifetime Achievement Award recipient.
  • Presentation of a stable image of another challenging mountain climb in 2023.
  • A short documentary on the 2023 Brahma Mountain expedition led by Sonarpur Arohi.
  • Prominent personalities in the field of West Bengal mountaineering will be present. We sincerely invite you to join us. Entry is free.

Contact: +919804374653

Voyage, Annual Programme 2023: Photo Gallery