Notices
WINTER SELF SUPPORTED EXPEDITION-2025-SHINKUN SOUTH(6030)

WINTER SELF SUPPORTED EXPEDITION-2025-SHINKUN SOUTH(6030)

নতুন এক অভিযান আর শীতকালীন পর্বতাভিযানে প্রথম সফল আরোহণের আকাঙ্ক্ষা নিয়ে রুদ্র প্রসাদ হালদার, ড: উদ্দিপন হালদার, দেবাশীষ মজুমদার, অরুণাভ সাঁফুই ও রাহুল হালদারকে নিয়ে ৫ জনের দল আগামী ২২ ফেব্রুয়ারি অভিযান শুরু করবে কোলকাতা থেকে।
এই অভিযানের শেষে হিমাচল প্রদেশের দারচার কাছাকাছি এই পথের শেষ গ্রাম ছিকা তে মেডিকেল ক্যাম্প ও স্কুল ছাত্রছাত্রীদের শিক্ষা ও খেলা ধূলার সরঞ্জাম দেওয়া হবে। এব্যাপারে সবার সহযোগিতা কাম্য।

Team Strength – 5 members 
Members – Rudra Prasad Halder (Leader), Rahul Halder, Dr Uddipan Halder, Debashis Majumder & Arunava Shanpui
Period – 22st February to 20th March
Peak Information – Mt. shinkun South(6031 M;32*53”17’N 77*8″45 ) in lahul & spity  Himachal Pradesh.
Transit City – Manali, H.P.
Road Head – chhika.
Status – Not Yet summited